চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্ট্রাল ফোরাম’ গঠনের আহ্বান

১১ আগষ্ট, ২০২৩ ১৭:২৭  

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবার আগে নাগরিকদের চিন্তা ও আচরণে স্মার্ট হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর ‘মেড ইন বাংলাদেশ’ নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে দেশের ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল শিল্পের বিকাশের জন্য জাতীয় পর্যায়ে একটি ‘সেন্ট্রাল ফোরাম’ গঠনের আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গুলনকশা হলে চলমান তিন দিনে এটিএস শিল্পমেলার প্রদর্শনী স্থলের দ্বিতীয় তলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় এই আহ্বান জানানো হয়েছে।

ওয়ালটন ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইপিবি ভাইস চেয়ারম্যান মোঃ এ এইচ এম আহসান, বুয়েটের অধ্যাপক ড. অলোক কুমার মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।

আলোচনায় পণ্যমান এর সঙ্গে ইমোশন ও লজিক যুক্ত করার পাশাপাশি উদ্ভাবনী সংস্কৃতিতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।  তিনটি শিল্প বিপ্লব মিস করলেও আমরা চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে থাকতে সরকার জাতীয় ভাবে দক্ষতা উন্নয়নে কাজ করছি বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান।

সমাপনী বক্তব্যে ওয়ালটন ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ বলেন, পোশাক শিল্পের পর বাংলাদেশের দ্বিতীয় সম্ভাবনাময় সন্তান ইলেকট্রনিক্স খাত। মেড ইন হলেও পোশক নিয়ে কান্ট্রি ব্র্যান্ডিং না হলেও আমরা অটোমোবাইল ও ইলেকট্রনিক্স দিয়ে বাংলাদেশ পৃথিবীতে এক নামে পরিচিত হতে পারবো। সম্মিলত প্রচেষ্টায় বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো।